বগুড়া মৎস্যজীবী লীগের সভাপতি শাকিল মাহমুদকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মফিজ পাগলার মোড় এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ ও শাজাহানপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে শাকিল মাহমুদ সাধারণ মানুষের জমি দখল, জাল দলিল তৈরি, চাঁদাবাজি ও নানা অপকর্মে জড়িত ছিলেন। দীর্ঘদিন থেকে তিনি পলাতক ছিলেন। ওসি শফিকুল ইসলাম বলেন, শাকিলের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, মাদক, সরকারি কাজে বাধা, ভাঙচুরসহ মোট ১০টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।