দেশের সবচেয়ে উঁচুতে জাতীয় পতাকা উড়বে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায়। এ পতাকার ফ্ল্যাগস্ট্যান্ড নির্মাণকাজ গতকাল উদ্বোধন করা হয়েছে। দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর কার্যালয় ও ভারতীয় সীমান্তরেখার মাঝখানে স্ট্যান্ডটি নির্মাণ হচ্ছে। ২৪ ঘণ্টাই উড়বে পতাকা। পতাকা উড়ানোর জন্য ব্যবহার করা হবে প্রযুক্তি।
পতাকাস্ট্যান্ড নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক সাবেত আলী। তিনি বলেন, বাংলাদেশের প্রবেশদ্বার বাংলাবান্ধা জিরোপয়েন্ট। জিরোপয়েন্টের ওপর প্রান্তে ভারতে উঁচু স্ট্যান্ডে তাদের পতাকা সার্বক্ষণিক উড়তে থাকে। দীর্ঘদিন ধরে তরুণদের দাবি ছিল আমাদের প্রান্তেও যেন একটি উঁচু ফ্ল্যাগস্ট্যান্ড স্থাপন করে জাতীয় পতাকা উড়ানো হয়। তরুণ প্রজন্মের দাবি বাস্তবায়নে প্রকল্পটি নিয়ে আর্কিটেকচারের মাধ্যমে ফ্ল্যাগ স্ট্যান্ডটির ডিজাইন করা হয়েছে।
ফ্ল্যাগ স্ট্যান্ডটির উচ্চতা হবে প্রায় ১৪০ ফুট-যা দেশের সর্বোচ্চ। আশা করছি, ২০ দিনের মধ্যে এ কাজ সম্পন্ন হবে।