মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর এলাকায় রূপপুর পরমাণু তাপবিদ্যুৎ কেন্দ্রের সংযোগ লাইনের প্রায় ১ কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। ওসি বাণী ইসরাইল জানান, পিজিসিবি লাইনের বৈদ্যুতিক তার চুরি হওয়ার খবরে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।