পরপর দুই দিনে দুই রোগীর মৃত্যুতে দুই চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদ এবং দোষীদের বিচারসহ ছয় দাবিতে ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের কর্মবিরতি চলছে। গতকাল সকালে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষের সামনে চিকিৎসক, নার্স ও কর্মচারীরা বিক্ষোভ করেন এবং কর্মবিরতির ঘোষণা দেন। দাবি মানা না হলে তারা কাজে ফিরবেন না বলেও জানিয়েছেন। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ চিকিৎসক-নার্সরা কর্মবিরতিতে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। দাবিগুলো হলো- ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টাস্তমূলক শাস্তি দেওয়া। ডিউটিরত চিকিৎসকের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা। সরাসরি ও সোস্যাল মিডিয়ায় যারা চিকিৎসকদের নির্যাতনের হুমকি দিচ্ছেন তাদের আইনের আওতায় আনা। পর্যাপ্ত চিকিৎসক পদায়ন দিয়ে চলমান সংকট সমাধান করা। হাসপাতাল চত্বরে জরুরি ভিত্তিতে পুলিশ ক্যাম্প স্থাপন ও দালালমুক্ত কর্ম পরিবেশ নিশ্চিত করা।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার শেখ সুফিয়ান রুস্তম জানান, চিকিৎসকদের ওপর যেভাবে হামলা হচ্ছে তাতে সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিরাপত্তা নিশ্চিত না হলে চিকিৎসাসেবা প্রদান অনিশ্চিত হয়ে পড়বে। তিনি আরও জানান, বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছেন দ্রুত সময়ের মধ্যে কর্মস্থলের নিরাপত্তা এবং প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক পেলে পরিস্থিতি স্বাভাবিক হবে। জানা যায়, গত শুক্রবার ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ইমার্জেন্সিতে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর করা হয়। পুলিশ এসে ওই চিকিৎসককে উদ্ধার করে। পরদিন রাতে অপর এক বৃদ্ধার মৃতু?্যতে আরও একজন চিকিৎসককে লাঞ্ছিত করা হয়।