চিরকুট লিখে হুমকি দেওয়া হয়েছে ভিডিও ভাইরালের। এতে আতঙ্কে রয়েছে এক শিক্ষক পরিবার। থানায় জানানোর ১০ দিনেও প্রতিকার না পাওয়ার অভিযোগ তাদের। পুলিশ বলছে, বিষয়টি নিয়ে কাজ করছে তারা। জানা যায়, ৯ মার্চ রাতে ওই শিক্ষকের বাসার ভেন্টিলেটরের ফাঁকে একাধিক চিরকুট পান তাঁর স্ত্রী। তাতে লেখা, ‘তুমি জানো, আমি তোমার সব খবর রাখি। আজ তিন মাস ধরে কি করেছ, আমি জানি। তোমার কিছু ভিডিও আছে আমার কাছে। তুমি যদি আমার নাম্বারে কল না দাও, ভিডিওগুলো ছড়িয়ে দেব। এইটা আমার নাম্বার, কল দেবে।... আরিয়ান।’ চিরকুটটি পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে মোসলেহ উদ্দিন ও তাঁর পরিবার।