গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন হত্যা মামলায় জামায়াতে ইসলামীর ১৬ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। ষড়যন্ত্রমূলকভাবে তাদের ফাঁসানোর চেষ্টা চলছে দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন সাদুল্লাপুর উপজেলা জামায়াত। দলটির উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তারা।
জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবুর সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন। সাদুল্লাপুর উপজেলা সেক্রেটারি সিরাজুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, ১৩ ফেব্রুয়ারি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন দুর্বৃত্তের হামলায় নিহত হন। ওই হত্যায় জড়িতদের রক্ষায় ষড়যন্ত্রমূলকভাবে নিরাপরাধ জামায়াত নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। উপজেলা আমির এরশাদুল হক ইমন বলেন, ইতোমধ্যে ওই হত্যার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে অপরাধীদের মুখ ঢাকা অবস্থায় লাঠিসোঁটা নিয়ে দেখা যায়। এর পরও ষড়যন্ত্রের অংশ হিসেবে বিভিন্ন পোস্টারে শুধু জামায়াতে ইসলামীর নেতা-কর্মীর নামে ছাপানো হয়েছে- যা দলটির ভাবমূর্তি নষ্ট করার হীন উদ্দেশ্য।