শ্রীপুরে নিখোঁজের দুই দিন পর গভীর গজারিবন থেকে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। অটোচালক ফালান (২৬) ময়মনসিংহের পাগলা থানার লংগাইর ইউনিয়নের চারবাড়িয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। ফালান শ্রীপুরের চন্নাপাড়া গ্রামের মক্কা মদিনা এলাকার বাদল মিয়ার অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাজহারুল ইসলাম বলেন, মৃতের ডান চোয়ালে গভীর ক্ষত, বাঁ চোয়ালেও ফুলা জখম আছে। গলা ও পিঠেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।