হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন থাকা আসামি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সার্জারি ওয়ার্ড থেকে গতকাল ভোরে পালিয়ে যান তিনি। এ ঘটনায় দায়িত্বরত দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশ থেকে গঠন করা হয়েছে তিন সদস্যের কমিটি। পালিয়ে যাওয়া জালাল মাধবপুর উপজেলার চন্দনপুর গ্রামের বাসিন্দা।
হবিগঞ্জের পুলিশ সুপার সাজেদুর রহমান জানান, আসামিকে ধরতে পুলিশের অভিযান চলছে।
উল্লেখ্য, ৩ ফেব্রুয়ারি রাতে শায়েস্তাগঞ্জে ডাকাত দলের হামলায় নিহত হন ব্যবসায়ী মহসিন মিয়া। এ ঘটনায় মামলা হলে বৃহস্পতিবার পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে জালাল আহত হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল ভোরে বাথরুমে যাওয়ার কথা বলে কৌশলে পালিয়ে যান তিনি।