হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন থাকা আসামি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সার্জারি ওয়ার্ড থেকে গতকাল ভোরে কৌশলে পালিয়ে যান তিনি। এ ঘটনায় দায়িত্বরত দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশ থেকে গঠন করা হয়েছে তিন সদস্যের কমিটি। ডাকাত পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ। পালিয়ে যাওয়া জালাল মিয়া মাধবপুর উপজেলার চন্দনপুর গ্রামের রুবেল মিয়ার ছেলে। হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান জানান, পালিয়ে যাওয়া আসামিকে ধরতে পুলিশের অভিযান চলছে।৩ ফেব্রুয়ারি রাতে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে ডাকাত দলের হামলায় নিহত হন ব্যবসায়ী মহসিন মিয়া। এ ঘটনায় থানায় মামলা হলে বৃহস্পতিবার পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে জালাল মিয়া আহত হলে তাকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে বাথরুমে যাওয়ার কথা বলে কৌশলে পালিয়ে যান তিনি।