বগুড়ায় নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বিচার ও সাজা নিশ্চিতের দাবিতে স্মারকলিপি দিয়েছে জেলা ছাত্রদল। গতকাল বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শওকত আলম মীরের হাতে স্মারকলিপি তুলে দেন নেতা-কর্মীরা। এর আগে কলেজ চত্বরে ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
পরে কলেজের শহীদ মিনারের সামনে গিয়ে সমাবেশ করেন তারা। সেখানে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে অধ্যক্ষের কার্যালয় গিয়ে স্মারকলিপি তুলে দেওয়া হয়।