নাটোরের সিংড়ায় বিশ্ব জলাভূমি দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মানববন্ধন হয়েছে। গতকাল বিকালে সিংড়া পৌর শহরের মাদরাসা মোড়ের সুবর্ণ সরোবর খাল এলাকায় এই কর্মসূচির আয়োজন করে পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি ও বিবিসিএফ। অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও মাজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন শাহাদত হোসেন, খন্দকার ফরিদ প্রমুখ।