বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে গতকাল নেত্রকোনা জেলার বড় জলাভূমি ‘বিল গোবিন্দ চাতল’ বাঁচাতে কৃষকবন্ধন করেছেন কৃষকরা। ‘ভবিষ্যৎ জীবনের জন্য জলাভূমি রক্ষা করি’- এই প্রতিপাদ্য সামনে রেখে বিলের মাঝে এই কর্মসূচি পালন করা হয়। কৃষক আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক নাজমুল কবীর সরকার, মির্জা হৃদয় সাগর, রিফাত আহমেদ রাসেল, তানভীর হায়াৎ খান প্রমুখ।