মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রতিপক্ষের হামলায় আহত সৌদি প্রবাসী সৈকত মাহমুদ (২২) মারা গেছেন। ঘটনার ১২ দিন পর রবিবার রাতে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। সৈকত চিত্রকোট ইউনিয়নের খালপাড় গ্রামের মৃত ফজল হকের ছেলে। ১৫ জানুয়ারি উপজেলার খালপাড়া এলাকায় পূর্ববিরোধের জেরে কাদের ব্যাপারীর সঙ্গে সৈকত মাহমুদের মারধরের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লোকজন সৈকতকে কুপিয়ে জখম করে। সিরাজদিখান থানার ওসি জানান, এ ঘটনায় নিহতের ভাই রবিবার রাতে হত্যা মামলা করেছেন।