সোনারগাঁয়ে ককটেল ফাটিয়ে টেক্সটাইল মিল থেকে প্রায় ১ কোটি টাকার মাল লুটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ী আনোয়ার হোসেন থানায় অভিযোগ করেছেন। অভিযোগসূত্রে জানা গেছে, বিএনপি নেতা আশরাফ ভূইয়ার নেতৃত্বে তাঁর সহযোগীরা এ এন জেড টেক্সটাইল মিলের নির্মাণকাজে বাধা দিয়ে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা বুধবার সকালে সেখানে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটান। পরে প্রায় ১ কোটি টাকার নির্মাণাধীন সামগ্রী নিয়ে যান। কোম্পানির নিরাপত্তা কর্মী বাবুল মিয়া জানান, বুধবার সকালে একদল লোক নির্মাণকাজে বাধা ও ককটেল ফাটিয়ে কোটি টাকার নির্মাণসামগ্রী লুট করে নিয়ে যায়। অভিযুক্ত বিএনপি নেতা আশরাফ ভূইয়া বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। এর আগেও আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল। মালামাল লুটের সঙ্গে আমি জড়িত নই।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারী বলেন, ‘বিএনপি নেতাদের বিরুদ্ধে কোটি টাকার মালামাল লুটের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’