গাইবান্ধায় গতকাল প্রিপেইড মিটার সংযোগবিরোধী সমাবেশ করা হয়েছে। উপজেলার পুরাতন বাদিয়াখালীর স্টেশন রোডে এ সমাবেশ হয়। কাজী আবদুল খালেক এতে সভাপতিত্ব করেন। বক্তারা অভিযোগ করেন, বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগে গ্রাহকরা চরম আপত্তি জানালেও নেসকোর স্থানীয় নির্বাহী প্রকৌশলীরা অতি উৎসাহ দেখাচ্ছেন কেন? গ্রাহকদের ঘোর অনীহা সত্ত্বেও কোম্পানির লোকদের অনমনীয়তার নেপথ্য রহস্য কী?
বক্তব্য দেন সিরাজুল ইসলাম বাবু, গোলাম রব্বানী মুসা, ফারুক কবীর রাহিন, মনির হোসেন সুইট, মোর্শেদ হাসান দীপন, খোরশেদ আলম খোকন, ফিরোজ সরদার প্রমুখ। বক্তারা প্রিপেইড মিটার সংযোগে আগ্রহী নেসকোর নির্বাহী প্রকৌশলীদের অপসারণ দাবি করেন।