ঝিনাইদহ সদর উপজেলার কামতা গ্রাম থেকে সোমবার দিবাগত রাতে চাপাতি ও চাইনিজ কুড়ালসহ তিন চাঁদাবাজকে আটক করেছে গ্রামবাসী। তারা হলেন- সদর উপজেলার মহামায়া গ্রামের কওছার মন্ডলের ছেলে আশরাফুল, শৈলকুপার ফুলহরি নতুন বাজার গ্রামের চুন্নু মিয়ার ছেলে দিন মোহাম্মদ ও ভগবান নগর গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে হৃদয়। এলাকাবাসী পিটুনি দিয়ে তাদের পুলিশে সোপর্দ করেছে। এ ব্যাপারে গতকাল দুপুরে সাইফুল ইসলাম নামে একজন সদর থানায় মামলা করেছেন। পুলিশ জানায়, সোমবার রাতে কামতা গ্রামের মিন্টু, আবুল হোসেন ও কেরানীর বাড়িতে চাঁদার জন্য যায় কয়েকজন। বাড়ির লোকজন চিৎকার দিলে গ্রামবাসী তাদের ঘিরে ফেলে।