নেত্রকোনায় মেডিকেল কলেজের জায়গা দ্রুত নির্ধারণ ও অবকাঠামো নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে। শহরের পৌরসভার সামনের সড়কে গতকাল এ কর্মসূচির আয়োজন করেছে জনউদ্যোগ এবং নেত্রকোনা শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি। ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, শ্যামলেন্দু পাল, রফিকুল ইসলাম খান আপেল, সানাউল হক মাসুম, এ কে এম আবদুল্লাহ, পল্লব চক্রবর্তী প্রমুখ।