রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের জন্য দলিল লেখকদের পেশাচ্যুত না করাসহ সাত দফা জানিয়েছে বাংলাদেশ দলিল লেখক সমিতি। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। দলিল লেখক সমিতির চেয়ারম্যান মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির সাইফুল আলম নীরব, সমিতির মহাসচিব এম এ রশিদ, মুস্তাফিজুর রহমান মল্লিক, নূরুল হক, এস এম আয়নাল হক, আমিনুল ইসলাম আকন, বি এম হামিনুর রহমান, এম এ তাহের, গোলাম মোস্তফা প্রমুখ।
বক্তারা বলেন, দলিল লেখকদের প্রতি সম্মানী ভাতা ন্যূনতম ৪ হাজার টাকা বাস্তবায়ন ও লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কেউ দলিল লিখতে বা মুসাবিদা করতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।