রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এসে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা যুবায়ের জিহান। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনিস্টিউটের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। গতকাল তথ্যটি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, ছাত্রলীগের এক নেতা পরীক্ষা দিতে ক্যাম্পাসে এলে ছাত্রদল নেতা-কর্মীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি কোনো মামলার আসামি কি না খতিয়ে দেখা হচ্ছে।
মামলা থাকলে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।