ছাত্র ফেডারেশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জুলাই গণহত্যার বিচার, শহীদদের তালিকা, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে ছাত্র সমাবেশ করেছে দলটি। রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গতকাল বিকালে এ সমাবেশ হয়। এর আগে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে একটি র্যালি টিএসসি হয়ে শাহবাগে সমাবেশে যোগ দেয়। ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ডের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত আরিফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার প্রমুখ।
জোনায়েদ সাকি বলেন, ‘পাঁচ মাস পার হয়ে গেলেও এখনো গণহত্যার বিচারে কোনো কার্যকর ভূমিকা সরকার নেয়নি। আমরা এখনো আহতদের আর্তনাদ শুনতে পাচ্ছি। শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হয়নি। সরকারকে বলি দ্রুততম সময়ে এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা নিন। অভ্যুত্থানের পরের সরকার ব্যর্থ হোক সেটা আমাদের কাম্য নয়। আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করেন, ছাত্রদের জন্য ছাত্র কাউন্সিল গঠন করেন এবং সবাইকে নিয়ে বাংলাদেশ পরিচালনা করে গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করেন।’