সিজারিয়ানের মাধ্যমে সন্তান প্রসবের ব্যাপারে দেশের হাসপাতাল ও অভিভাবকদের মধ্যে কয়েক বছর ধরেই এক ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ পরিস্থিতিতে সিজারিয়ান নয় বরং স্বাভাবিক সন্তান প্রসবে উৎসাহিত করতে কাজ করছে রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সিজারিয়ান ডেলিভারির পরও ৭০-৭৫ ভাগ মা পরে স্বাভাবিক সন্তান প্রসবের উপযুক্ত থাকেন। তবে এটি মূলত ডাক্তার এবং নার্সদের আন্তরিক প্রচেষ্টা ও কাউন্সিলিংয়ের মাধ্যমে সম্ভব। এ ব্যাপারে আদ্-দ্বীন হাসপাতালগুলোর মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন বলেন, আদ্-দ্বীন হাসপাতাল শুরু থেকেই স্বাভাবিক সন্তান প্রসবের মাধ্যমে গর্ভবতী মায়েদের আস্থা আর্জন করেছে। আমরা মূলত চেষ্টা করি গর্ভবতী মায়েদের নিরাপদে সন্তান প্রসব করাতে।