নিজের জীবন ও মন বদলে নেওয়ার মিশন নিয়ে উদ্যোক্তাসহ নানা পেশাজীবীদের উপস্থিতিতে হয়ে গেল ‘মাইন্ড ট্রেনিং’ প্রোগ্রাম। সম্প্রতি রাজধানীতে সাবিত ইন্টারন্যাশনালের আয়োজনে প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচের ট্রেনিং অনুষ্ঠিত হয়।
‘ইমপ্যাক্ট-ট্রেন ইউর ব্রেন ফর ম্যাক্সিমাম সাকসেস’ শিরোনামে গ্রোগ্রামটি পরিচালনা করেন সাবিত ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও মাইন্ড ট্রেইনার সাবিত রায়হান।
প্রতিষ্ঠানটি জানায়, এটি শুধুমাত্র একটি সেলফ-ডেভেলপমেন্ট কোর্স অথবা সাধারণ ট্রেনিং নয়, বরং একটি বৈপ্লবিক মাইন্ড ট্রেইনিং প্রোগ্রাম, যা লক্ষ লক্ষ মানুষের চিন্তাধারা ও জীবনের মানোন্নয়নে কাজ করছে।
এ সম্পর্কে সাবিত রায়হান বলেন, মানুষের মনের ক্ষমতা সীমাহীন। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সেই শক্তিকে জাগিয়ে তুলি। মানুষকে নিজের সর্বোচ্চ রূপে রূপান্তরিত হতে সাহায্য করি।
বিডি প্রতিদিন/এমআই