পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর ডেমরা থানা বিএনপির উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় ডেমরা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৈশাখী আনন্দ শোভাযাত্রাটি সারুলিয়া ওয়াসা রোড থেকে শুরু হয়ে সারুলিয়া বাজার হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শেষ করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবীর সার্বিক তত্বাবধানে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এস এম রেজা চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আনিসুজ্জামান, ডেমরা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম, ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন খান, ডেমরা থানা বিএনপি নেতা মো. আওলাদ হোসেন, ৬৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেন ভুঁইয়া, ৬৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক সিরাজ হোসেন, ৬৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর দেলোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি রুবেল আহম্মেদ রানা, ডেমরা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহারাজ সাগর, ডেমরা থানা তাঁতী দলের সদস্য সচিব মো. এনামুল হক মুকুলসহ ডেমরা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন