রাজধানীতে বঙ্গভবনের সামনে বাসের ধাক্কায় রাজিব হাওলাদার (৩৫) নামের এক ব্যাটারিচালিত রিকশা চালক নিহত হয়েছেন।
আজ শুক্রবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে বিকাল পৌনে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী সোহেল রানা জানান, বিকালে বঙ্গভবনের সামনে একটি বাস রিকশাটিকে ধাক্কা দিলে চালক রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পথচারী আরও বলেন, ওই রিকশায় এক শিশুসহ চারজন যাত্রী ছিলেন। তবে তাদের কিছুই হয়নি। বাসের ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে তারা নেমে যান এবং রিকশাটিও তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। জানতে পেরেছি এ ঘটনায় স্থানীয়রা বাসটিকে জব্দ করেছেন।
খবর শুনে হাসপাতালে ছুটে আসেন রাজিব হাওলাদারের বাবা ব্যাটারিচালিত রিকশাচালক রিপন হাওলাদার। তিনি বলেন, খবর পাই ছেলে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
মৃত রাজিব মাদারীপুর জেলার ডাসার থানার দুলগ্রামের রিপন হাওলাদারের ছেলে। বর্তমানে সবুজবাগের মাদারটেকের সরকারপাড়া এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন।
বিডি প্রতিদিন/জুনাইদ