রাজধানীর মিরপুর এলাকা থেকে পেশাদার ছিনতাইকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মো. শুভ ওরফে সোলায়মান (২৯) ও মো. রুবেল (৩২)।
শনিবার দিবাগত রাতে মিরপুর-১১ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
পল্লবী থানা সূত্রে জানা যায়, জনৈক মো. বদরুদ্দোজা গত ২০ ডিসেম্বর আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর-১১ এর ইসলামিয়া হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে ইসলামি ফার্মার সামনে পৌঁছালে কয়েকজন দুষ্কৃতকারী তার নিকট থেকে একটি স্মার্ট ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় তিনি দুজনকে আটক করে থানায় নিয়ে আসেন। ওই ঘটনায় বাদী মো. বদরুদ্দোজার অভিযোগের ভিত্তিতে পল্লবী থানায় একটি মামলা রুজু করা হয়।
থানা সূত্র আরও জানায়, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলার ঘটনার সঙ্গে জড়িত শুভ ওরফে সোলায়মান ও মো. রুবেলকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মো. শুভ ওরফে সোলায়মান ও মো. রুবেলের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, দস্যুতা, মাদকসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন