চট্টগ্রামে গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। গতকাল শুক্রবার বাদে জুমা নগরীর আন্দরকিল্লা শাহি জামে মসজিদের উত্তর গেইটসহ নগরীর বিভিন্ন স্থানে এসব বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে প্যালেস্টাইনের গাজায় ইসরাইলি বাহিনীর নির্বিচারে হত্যাকাণ্ডের প্রতিবাদে নগরীর চেরাগী পাহাড়ে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে ও সদস্য রাশিদুল সামিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী, সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, কোতোয়ালী থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য, যুবনেতা জাবেদ চৌধুরী ও ছাত্রনেতা তানভির এলাহী।
একই দাবিতে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা। শুক্রবার মিরসরাই পৌর সদরের থানা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্ন হয়ে উপজেলা রোডের সামনে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শওকত আলী, সেক্রেটারি মাইনউদ্দিন রায়হান, মিরসরাই থানা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাকিব হোসাইন, মিরসরাই পৌরসভা জামায়াতে ইসলামী আমির শিহাব উদ্দিন, জোরারগঞ্জ থানা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল নোমান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক জহির উদ্দিন, বিজ্ঞান সম্পাদক ইমতিয়াজ উদ্দিন কলেজ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।
এদিকে আন্দরকিল্লা শাহী জামে মসজিদে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতারা।
বিডি প্রতিদিন/আশিক