সাংবাদিকতার ভবিষ্যৎ কী? কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কি সংবাদমাধ্যমকে নতুন যুগে নিয়ে যাবে, নাকি এটি সংবাদপত্র জগতে সংকট সৃষ্টি করবে? এই প্রশ্নের মধ্যেই ইতালির খ্যাতনামা সংবাদপত্র ইল ফোইও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সংবাদ প্রকাশের দুঃসাহসী পদক্ষেপ নিয়েছে। বিশ্বের প্রথম সংবাদপত্র হিসেবে তারা সম্পূর্ণ এআই-প্রস্তুত ‘এআই সংস্করণ’ প্রকাশ করেছে, যেখানে প্রতিটি সংবাদ ও সম্পাদকীয় কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে লেখা হয়েছে।
ইল ফোইওর পরিচালক ক্লডিও সেরাসা জানিয়েছেন, সাংবাদিকতাকে ‘খুন’ করা নয়, বরং একে নতুনভাবে গড়ে তুলতেই তাদের এই পরীক্ষা।
এআই দিয়ে সংবাদপত্র প্রকাশ: বিশ্বে প্রথম উদ্যোগ
ইতালির পরিচিত দৈনিক ইল ফোইও দৈনিক ২৯ হাজার কপির প্রচারসংখ্যা নিয়ে কাজ করে। তাদের দাবি, তারাই বিশ্বের প্রথম সংবাদপত্র, যারা তাদের পূর্ণাঙ্গ ছাপা সংস্করণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছে।
গত মঙ্গলবার ইল ফোইও চার পৃষ্ঠার দৈনিক এআই সংস্করণ প্রকাশ করে, যা অনলাইনেও পাওয়া যায়। এই সংস্করণে ২২টি সংবাদ ও ৩টি সম্পাদকীয় প্রকাশিত হয়। এতে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বক্তব্য বিশ্লেষণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপ নিয়ে সম্পাদকীয় এবং ফ্যাশন দুনিয়ার খবর স্থান পেয়েছে।
এআই সাংবাদিকতা: পরীক্ষা নাকি নতুন বাস্তবতা?
ইল ফোইওর সম্পাদক ক্লডিও সেরাসা জানিয়েছেন, তাদের এই পরীক্ষার প্রধান দুটি উদ্দেশ্য ছিল:
- তত্ত্বকে বাস্তবে রূপান্তরিত করা
- এআইয়ের সীমা ও সম্ভাবনা বোঝা
তিনি বলেন, ‘আমাদের পত্রিকাটি বিদ্রূপাত্মক ও সৃজনশীল লেখার জন্য পরিচিত। আমাদের কাজ সহজে যন্ত্র দিয়ে তৈরি করা যায় না। আমরা দেখতে চেয়েছি, বিশেষ কিছু উপস্থাপনের পাশাপাশি এমন কিছু করা যায় কি না, যা বিশ্বে আগে কেউ করেনি।’
কীভাবে কাজ করল এআই?
সম্পাদকীয় সভায় আলোচিত বিভিন্ন বিষয় এআই সংস্করণে অন্তর্ভুক্ত করা হয়। প্রতিটি সংবাদ তৈরির আগে এআইকে নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করতে বলা হয়, যেন এটি ইল ফোইওর শৈলী বজায় রাখতে পারে। যদি বড় ভুল ধরা পড়ে, তবে সংশোধন করা হয়, কিন্তু ছোটখাটো ভুল রেখে দেওয়া হয়, যাতে এআইয়ের সক্ষমতা ও সীমাবদ্ধতা বোঝা যায়।
এআই সংস্করণ প্রকাশ: পাঠকরা কী বলছেন?
ইল ফোইওর এআই সংস্করণ প্রকাশের পরপরই পত্রিকার বিক্রি ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ক্লডিও সেরাসা জানান, পাঠকদের মধ্যে ৯০ শতাংশ ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন, যদিও ১০ শতাংশ কিছুটা উদ্বিগ্ন। তবে কেউই একে ‘অর্থহীন’ বা ‘বোকামি’ মনে করেননি।
সাংবাদিকতার ভবিষ্যৎ কোন পথে?
ক্লডিওর মতে, এআই সম্ভাবনাময়, তবে এর সঙ্গে খাপ খাইয়ে নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘এআইকে থামানো সম্ভব নয়, বরং এটাকে বুঝতে হবে, পরিচালনা করতে হবে এবং সুযোগে রূপান্তরিত করতে হবে।’
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/আশিক