বর্তমানে অভিনয়ের চেয়ে আইটেম গানেই বেশি দেখা যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়াকে। ‘কাভালা’ গানে ঝড় তোলা এই তারকা এবার হাজির হচ্ছেন নতুন রূপে ‘রেইড-২’ সিনেমার ‘নাশা’ শিরোনামের গানে।
সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার, যা ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এর আগেই একটি ভিডিও ক্লিপে দেখা যায়- সোনালি ঝলমলে পোশাকে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন তামান্না, পেছনে ব্যাকগ্রাউন্ড ড্যান্সাররা, বাতাসে উড়ছে তার চুল। মাত্র কয়েক সেকেন্ডের সেই দৃশ্যই চরম উত্তেজনা ছড়িয়েছে নেটদুনিয়ায়।
নেটিজেনদের এমন আগ্রহে সাড়া দিয়ে নির্মাতারা ঘোষণা দিয়েছেন, আজই মুক্তি পাচ্ছে ‘নাশা’ গানটি। এই গানেই দর্শক তামান্নাকে দেখতে পাবেন একেবারে নতুন রূপে। নির্মাতারা আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন, তামান্নার এই পারফরম্যান্স তার আগের সব আইটেম গানের রেকর্ড ভেঙে দেবে।
তামান্নার নাচের নতুন অধ্যায় শুরু হয় ‘জেলার’ সিনেমার ‘কাভালা’ গান দিয়ে। সেই গানের অসাধারণ সাড়া পেয়েই নির্মাতারা এখন তাকে শুধু আইটেম গানের জন্যও কাস্ট করতে আগ্রহী হয়ে উঠেছেন।
তামান্নার এই নতুন গান নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে বিশাল উত্তেজনা, যা ‘রেইড-২’ সিনেমার প্রতি দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।
বিডি প্রতিদিন/মুসা