পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. শামিম আল আজাদের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে সাময়িক সময়ের জন্য আউটডোর সেবা বন্ধ রেখে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে ইন্টার্ন চিকিৎসক ও নার্সরা।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাসপাতালের আউটডোরের গেইট বন্ধ করে প্রধান ফটকে এ কর্মসূচি শুরু করা হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার আগেই ডাক্তার শামিম আল আজাদকে ওএসডি করে মহাখালীতে সংযুক্ত করার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন। এতে আউটডোরে কিছু সময়ের জন্য চিকিৎসা সেবা বিঘ্নিত হয়।
কর্মসূচি চলাকালে ইন্টার্ন চিকিৎসক মো. সবুর ও শামিয়া রহমান ইমতি জানান, গত ১৪ এপ্রিল হাসপাতালে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্ত সম্পন্ন হওয়ার পূর্বেই ‘মিথ্যা অভিযোগে’ ডাক্তার শামিম আল আজাদের সাময়িক বহিস্কার প্রত্যাহার করতে হবে। সুষ্ঠু তদন্ত সম্পন্ন হওয়ার মাধ্যমে দোষী ব্যক্তির বিচার নিশ্চিতকরণ এবং ক্যাম্পাসে চিকিৎসক, নার্স এবং ভর্তিরত রোগীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
এদিকে গতকাল বুধবার (১৬ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহাকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে ডাক্তার শামিম আল আজাদকে ওএসডি করে মহাখালীতে পদায়ন করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, বদলী/পদায়নকৃত কর্মকর্তা আগামী ৭ কর্মদিবসে মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায়, পরবর্তী কার্যদিবসে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। তবে চিকিৎসা অবহেলার কোন কথা চিঠিতে বলা হয়নি।
বিডি প্রতিদিন/জামশেদ