পাবনার সাঁথিয়ায় দেশি অস্ত্রসহ মো. লাম (১৬) নামে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করা হয়েছে। রবিবার সেনাবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়। লাম করমজা গ্রামের আবদুল্লাহর ছেলে। জানা যায়, সাথিয়া উপজেলার পার করমজা গ্রামে দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং সদস্যরা দেশি অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি ও নৈরাজ্য করে আসছিল। প্রতিকার না পেয়ে স্থানীয়রা রবিবার সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ করেন।