সাবেক সংসদ সদস্য সালেহা খানম মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১০টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার বাদ আসর কক্সবাজারের বাহারছড়া গোল চত্বর মাঠে প্রথম ও মরহুমার নিজ এলাকা গোমাতলিতে মরহুমার ২য় নামাজে জানাজা হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
নিরিবিলি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শিল্প উদ্যোক্তা মরহুম মাস্টার মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী ও কক্সবাজার সদর রামু ঈদগাঁও আসনের সাবেক সাংসদ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মৎস্যবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলের মা সালেহা খানম ১৯৪২ সালে কক্সবাজার জেলার চকরিয়া ঢেমুশিয়া ইউনিয়নের জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন হাজী আবদুল জলিল, তাদের পরিবারে ১১ ছেলেমেয়ের মধ্যে সালেহা খানম ছিলেন চতুর্থ।
তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের একমাত্র মহিলা এমপি মনোনীত হয়েছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন