ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন ও দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান ইজিআইএস'র এক্সিকিউটিভ কনসালটেন্ট ওয়ান পিল পার্কের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন ডুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক ড. মো. শওকত ওসমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রফিকুল ইসলাম, কম্পিউটার সেন্টারের পরিচালক ও আইসিটি সেলের চেয়ারম্যান অধ্যাপক ড. ফজলুল হাসান সিদ্দিকী, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান, ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, আইইবি’র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার নিয়াজ উদ্দিন ভূঁইয়া এবং বিকস গ্লোবাল ডট কম-এর সিইও জাকির হোসাইন।
বৈঠকে উপাচার্য ড. জয়নাল আবেদীন ডুয়েটের শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণাক্ষেত্রে চলমান উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেশন, আধুনিক ল্যাবরেটরি স্থাপন ও গবেষণা সুবিধা সম্প্রসারণের মাধ্যমে ডুয়েটকে একটি শীর্ষস্থানীয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি।
প্রতিনিধি ওয়ান পিল পার্ক ডুয়েটের সঙ্গে তথ্য প্রযুক্তি, বিগ ডাটা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং ও আইওটি-সহ বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি নির্দিষ্ট প্রজেক্ট প্রপোজালের মাধ্যমে আধুনিক ল্যাবরেটরি স্থাপন, শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও স্কলারশিপ সুবিধা এবং প্রশিক্ষণোত্তর কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা উপস্থাপন করেন। এ লক্ষ্যে তিনি এমওইউ স্বাক্ষরসহ এক্সচেঞ্জ প্রোগ্রামেরও প্রস্তাব দেন।
বৈঠক শেষে উপাচার্য ওয়ান পিল পার্ককে ধন্যবাদ জানান এবং পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার ডুয়েটকে এগিয়ে নিতে সকলের সমন্বিত সহযোগিতা কামনা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ