বাংলাদেশের ব্যাটিং ক্রমাগত ওপেনিংয়ে সমস্যায় পড়ছে, বিশেষ করে টেস্টে। তামিম ইকবালের বিদায়ের পর বহু ওপেনার খেলা হলেও কেউ স্থায়ীভাবে নিজের জায়গা করতে পারেনি। দুই ওপেনার একসাথে বড় স্কোর করার ঘটনা খুবই বিরল। তবে সেই বিরল মুহূর্তের সাক্ষী হলো সিলেট।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় দারুণ ব্যাটিং করছেন।
প্রথম দিনে আয়ারল্যান্ডকে ২৮৬ রানে অলআউট করার পর, বাংলাদেশ ৫১ ওভারে ১ উইকেটে ১৮৯ রান তুলেছে। অর্থাৎ টাইগাররা এখনও ৯৭ রানে পিছিয়ে। এই জুটিতে বাংলাদেশের ওপেনিংয়ে দীর্ঘ সাড়ে তিন বছর পর প্রথমবারের মতো ১৫০ রানের জুটি গড়ল।
সর্বশেষ ২০২২ সালের মে মাসে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে তামিম ইকবালের সঙ্গে জয়ও একইভাবে ওপেনিংয়ে ১৬২ রানের জুটি গড়েছিল। যা ছিলো চতুর্থ সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ।
সাদমান ও জয় দুজনেই সেঞ্চুরি করতে যাচ্ছিলেন। তবে সাদমান ১০৪ বলে ৮০ রান করে আউট হন। তার সঙ্গে ১৬৯ রানের জুটি ভেঙে যায়। জয় এখনও কেপের রান করছে, ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি থেকে মাত্র ৬ রানের দূরত্বে।
বিডি-প্রতিদিন/আশফাক