আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। দীর্ঘ ক্যারিয়ারে ৯৩ ম্যাচে ২৫৭৫ রান করে এই ফরম্যাটে নিউ জিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে বিদায় নিচ্ছেন ৩৫ বছর বয়সী ব্যাটার। তার ব্যাট থেকে আসে ১৮টি ফিফটি, সর্বোচ্চ ইনিংস ৯৫ রানের।
২০১১ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকের পর নিজের ৯৩ ম্যাচে মধ্যে ৭৫টিতে দলকে নেতৃত্ব দেন উইলিয়ামসন। তার অধিনায়কত্বে ২০২১ বিশ্বকাপের ফাইনাল খেলে নিউ জিল্যান্ড। এছাড়া ২০১৬ ও ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালেও দলের নেতৃত্ব দেন তিনি।
অবসরের ঘোষণা দেওয়া বিবৃতিতে নিউ জিল্যান্ড জাতীয় দলের সামনের সময়ের জন্য শুভকামনা জানান উইলিয়ামসন।
“এই দলের অংশ হতে পারা জীবনের বিশেষ অভিজ্ঞতা। এখন সময় এসেছে নতুনদের সুযোগ দেওয়ার। দলে এখন অনেক তরুণ প্রতিভা আছে। মিচ স্যান্টনার দারুণ নেতৃত্ব দিচ্ছে, আমি দূর থেকে তাদের সাফল্য কামনা করব।”
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর স্যান্টনারের হাতে নেতৃত্ব ছেড়ে দেন উইলিয়ামস। এরপর থেকে বেছে বেছে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তিনি। চোট ও বিশ্রামের কারণে তিনি সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সিরিজেও খেলেননি।
ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউ জিল্যান্ড। সেটি দিয়ে আবার জাতীয় দলে দেখা যেতে পারে উইলিয়ামসনকে।
ওয়ানডে, টেস্ট ক্যারিয়ারের ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন তিনি। “ব্ল্যাকক্যাপস আমার হৃদয়ের খুব কাছের জায়গা। নিউজিল্যান্ড ক্রিকেট আমাকে যে সমর্থন দিয়েছে, তার জন্য কৃতজ্ঞ। আমি টেস্ট ও ওয়ানডে নিয়ে এখনও খোলা মনে সিদ্ধান্ত নিতে চাই।”
নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী স্কট উইনিংক নিশ্চিত করেছেন, উইলিয়ামসম নিজেই সিদ্ধান্ত নেবেন কবে ওয়ানডে ও টেস্ট থেকে বিদায় নেবেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিলেও উইলিয়ামসন এখনও ফ্র্যাঞ্চাইজি খেলবেন। তিন সংস্করণ মিলিয়ে তিনি নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানসংগ্রাহক।
বিডি প্রতিদিন/নাজিম