২০২৬ বিশ্বকাপ থেকে পেনাল্টি শুটের নিয়মে বড় পরিবর্তন আসতে পারে। নতুন নিয়ম অনুযায়ী, পেনাল্টি শটে বল গোলকিপার ফেরালে কিংবা পোস্ট বা ক্রসবারে লেগে ফিরে এলে ফিরতি শটে আর গোলের সুযোগ থাকবে না।
ফুটবলের নিয়ম নির্ধারণকারী আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) এমন একটি নিয়ম চালুর বিষয়টি বিবেচনা করছে।
উদাহরণ হিসেবে ২০২০ ইউরোর সেমিফাইনালে ডেনমার্কের বিপক্ষে ইংল্যান্ড তারকা হ্যারি কেইনের পেনাল্টি থেকে করা গোলটির কথা বলা যায়। কেইনের শট ডেনিশ গোলকিপার ক্যাসপার স্মাইকেল রুখে দিলেও ফিরতি বলে নেওয়া শটে গোল করেন কেইন। নতুন এ নিয়ম চালু করা হলে প্রথম শটে মিস করার পর আর শট নিতে পারবেন না কেইন, অর্থাৎ নতুন নিয়ম চালু করা হলে পেনাল্টিতে একবারই শট নেওয়া যাবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ জানিয়েছে, এই প্রস্তাবটি আইএফএবির আলোচনায় উঠেছে এবং তা বাস্তবায়নের চিন্তাভাবনা চলছে।
এই নিয়ম কার্যকর হলে পেনাল্টির নাটকীয়তা যেমন বাড়বে, তেমনি গোলকিপারের সফলতা আরও বেশি গুরুত্ব পাবে।
মেইল অনলাইন জানিয়েছে, হকির মতো ফুটবলেও পেনাল্টিতে একবারই শট নেওয়া যাবে—এ ভাবনা থেকে নিয়মটি চালু করার আলোচনা উঠেছে। পেনাল্টিতে শট নেওয়ার পর খেলা বন্ধ হবে। গোল হলে খেলা মাঝমাঠ থেকে আবার শুরু হবে। গোল না হলে গোলকিক পাবে পেনাল্টি ঠেকানো দল। কোনো কর্নার কিংবা দ্বিতীয় সুযোগ নেই।
অফিশিয়ালরা মনে করেন, নিয়মটি চালু হলে পেনাল্টি পাওয়া দল অন্যায় সুবিধা পাবে না। পেনাল্টির সময় গোলকিপারের একটি পা গোললাইনের ওপরে কিংবা পেছনে থাকতে হয়। ফিরতি বলে আবারও শট নেওয়াকে পেনাল্টি ঠেকানো দলের জন্য দ্বিগুণ শাস্তি বলে মনে করেন কেউ কেউ।
ফুটবলকে আরও আধুনিক করে তুলতে যেসব সংস্কারের কথা ভাবা হচ্ছে, পেনাল্টিতে এক কিকের নিয়ম তারই অংশ। বিশেষ করে ৪৮ দল নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছর শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে পেনাল্টির এ নিয়ম পাল্টানোর কথা ভাবা হচ্ছে। তবে সে জন্য আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে নিয়মটি পাস করতে হবে।
ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) কার্যপরিধি আরও বাড়ানোর কথাও ভাবছে আইএফএবি। কর্নার ও খেলোয়াড়দের দ্বিতীয় হলুদ কার্ড দেওয়ার ক্ষেত্রে ভিএআর প্রযুক্তির হস্তক্ষেপের কথা ভাবা হচ্ছে। তবে এসব ক্ষেত্রে রেফারির সিদ্ধান্ত নিয়ে সন্দেহ হলে শুধু তখনই ভিএআর ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
মেইল অনলাইন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ চলাকালীন আইএফএবির এসব বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং সিনিয়র কয়েকজন অফিশিয়াল নিয়মগুলো পাল্টানোর বিষয়ে ইতিবাচক সাড়াও দিয়েছেন।
বিডি প্রতিদিন/নাজিম