লিওনাইন দাবা ক্লাব ঢাকায় আয়োজন করছে গ্র্যান্ড মাস্টার দাবা প্রতিযোগিতা। বাংলাদেশসহ চার দেশের ১০ দাবাড়ু এতে অংশ নেবেন। গ্র্যান্ড মাস্টার হিসেবে খেলবেন বাংলাদেশের রিফাত বিন সাত্তার, উজবেকিস্তানের আবদিমালিক এবং ভিয়েতনামের নগুয়েন। এ ছাড়া আন্তর্জাতিক মাস্টার হিসেবে বাংলাদেশের মোহাম্মদ ফাহাদ রহমান, মনন রেজা নীর এবং ভারতের আরিয়ান ভার্শনি খেলবেন। বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, সাকলাইন মোস্তফা সাজিদ ও আবু সুফিয়ান শাকিল এবং ভারতের এফ এম ভেদান্ত পানেসার এ টুর্নামেন্টে লড়াই করবেন। ৯ রাউন্ডের লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। লিওনাইনের গ্র্যান্ড মাস্টার টুর্নামেন্ট এর আগে শেষবার অনুষ্ঠিত হয় ২০০৪ সালে। প্রথমবার তারা এ টুর্নামেন্ট আয়োজন করে ২০০৩ সালে। আগের দুবারই বাংলাদেশের দাবাড়ুরা জিমএম নর্ম অর্জন করেছিলেন। ২০০৩ সালে রিফাত এবং ২০০৪ সালে রাকিব। দুজনই পরবর্তীতে গ্র্যান্ড মাস্টারের খেতাব অর্জন করেন। এবারের টুর্নামেন্ট থেকেও বাংলাদেশের দাবাড়ুদের নর্ম অর্জনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক দাবা বিচারক হারুনুর রশিদ।
তিনি বলেন, ‘এ টুর্নামেন্টে ৭ পয়েন্ট সংগ্রহ করতে পারলে গ্র্যান্ড মাস্টার এবং সাড়ে পাঁচ পয়েন্ট সংগ্রহ করলে আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জন করা যাবে।’ এরই মধ্যে ফাহাদ রহমান গ্র্যান্ড মাস্টার নর্ম সংগ্রহ করেছেন। তবে আরও দুটি নর্ম অর্জন করতে হবে তাকে। মনন রেজারও সুযোগ আছে। আয়োজন লিওনাইন ক্লাবের সাধারণ সম্পাদক মনজুর হোসেন জিম্ম আশা করেন, এবারের টুর্নামেন্ট থেকে বাংলাদেশের দাবাড়ুরা নর্ম সংগ্রহ করতে পারবেন।