জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় ও দূরবর্তী এক আলোর বিস্ফোরণ শনাক্ত করেছেন। এটি একটি সুপারম্যাসিভ কৃষ্ণগহ্বর (অত্যন্ত ভারী কৃষ্ণগহ্বর) থেকে এসেছে।
প্রায় ১০ বিলিয়ন আলোকবর্ষ দূরে ঘটিত এই ঘটনাটিকে তারা নাম দিয়েছেন ‘সুপারম্যান’। এই বিস্ফোরণ এক সময় সূর্যের আলোয় ১০ ট্রিলিয়ন গুণ উজ্জ্বল হয়ে উঠেছিল।
গবেষকরা জানিয়েছেন, কৃষ্ণগহ্বরটি এক বিশাল নক্ষত্রকে (যার ভর সূর্যের চেয়ে অন্তত ৩০ গুণ বেশি) টেনে ছিঁড়ে ফেলেছে। এই প্রক্রিয়াকে বলা হয় ‘টিডাল ডিসরাপশন ইভেন্ট’ অর্থাৎ কৃষ্ণগহ্বরের কাছে গিয়ে নক্ষত্রের ছিন্নভিন্ন হয়ে যাওয়া।
এই আলো প্রথম ধরা পড়ে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পালোমার মানমন্দিরের জরিপে। পরে আরও উন্নত টেলিস্কোপে দেখা যায়, এটি সাধারণ ফ্লেয়ার নয়, বরং এক রেকর্ডভঙ্গকারী মহাজাগতিক ঘটনা। বিজ্ঞানীরা অনুমান করছেন, কৃষ্ণগহ্বরটি সূর্যের চেয়ে প্রায় ৫০ কোটি গুণ ভারী।
বিশেষজ্ঞদের মতে, এমন ঘটনা মহাবিশ্বে প্রায় এক মিলিয়ন বছরে একবার ঘটে। এটি প্রমাণ করে, বৃহৎ গ্যালাক্সির কেন্দ্রে এখনো বহু বিশাল নক্ষত্র আছে এবং তাদের সঙ্গে কৃষ্ণগহ্বরের জটিল সম্পর্ক রয়েছে।
এই আবিষ্কার মহাবিশ্বের কেন্দ্রে কীভাবে কৃষ্ণগহ্বর নক্ষত্রগুলোকে গ্রাস করে ও গ্যালাক্সির গঠন প্রক্রিয়ায় প্রভাব ফেলে, সে বিষয়ে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল