দেশে বাড়ছে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ৪২৯ জন আক্রান্ত হয়েছে। গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু রোগী বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মৃতের সংখ্যাও কিছুটা বেড়েছে।
গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সাইফুল ইসলাম মজুমদারের সই করা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে।
এতে বলা হয়, গত বছর জানুয়ারিতে ১ হাজার ৫৫, ফেব্রুয়ারিতে ৩৩৯, মার্চে ৩১১, এপ্রিলে ৫০৪, মেতে ৬৪৪, জুনে ৭৯৮ এবং জুলাইয়ে ২ হাজার ৬৬৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে জানুয়ারিতে ১৪, ফেব্রুয়ারিতে ৩, মার্চে ৫, এপ্রিলে ২, মেতে ১২, জুনে ৮ এবং জুলাইয়ে ১২ জন মারা গেছেন। চলতি বছর জানুয়ারিতে ১ হাজার ১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মেতে ১ হাজার ৭৭৩, জুনে ৫ হাজার ৯৫১ এবং ১৯ জুলাই পর্যন্ত ৬ হাজার ৪২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মেতে ৩, জুনে ১৯ এবং ১৯ জুলাই পর্যন্ত ১৯ জন মারা গেছেন। গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২৯ জন। এর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৩, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৮, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৬, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন রয়েছেন।