ভারতের বিহারে ফের ক্ষমতায় আসছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। রাজ্যটির ২৪৩ আসনের মধ্যে সরকার গঠন করতে প্রয়োজন ১২২টিতে জয়। সে ক্ষেত্রে এনডিএ ম্যাজিক ফিগার থেকে অনেকটাই এগিয়ে রয়েছে বলে বিভিন্ন বুথফেরত জরিপে দেখা গেছে। তুলনামূলকভাবে বিরোধী দলের জোট ‘মহাগাটবন্ধন’ (এমজিবি) অনেকটাই পিছিয়ে রয়েছে। এমনকি তাদের সম্মিলিত আসন তিন অঙ্কের সংখ্যায় পৌঁছাবে কি না সেটা নিয়েও সংশয় দেখা দিয়েছে। আর এ নির্বাচনে প্রশান্ত কিশোরের ‘জন সুরজ পার্টি’ কোনো ছাপই রাখতে পারবে না বলেও পূর্বাভাস পাওয়া গেছে। গতকাল রাজ্যটিতে দ্বিতীয় ও শেষ দফার ভোট শেষ হওয়ার পরই এ পূর্বাভাস দিয়েছে বিভিন্ন এক্সিট পোল সংস্থা তরফে করা বুথফেরত জরিপ।
রাজ্যটির ২৪৩ আসনের মধ্যে প্রথম দফায় গত বৃহস্পতিবার ১২২ আসনে ভোট নেওয়া হয়, শেষ দফায় গতকাল ১২১ আসনে ভোট নেওয়া হয়। সকাল ৭টায় শুরু হয় ভোট গ্রহণ, শেষ হয় সন্ধ্যা ৬টায়। ভোট গণনা ১৪ নভেম্বর। যদিও শেষ দফার ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার এক ঘণ্টা পর অন্তত ৯টি সংস্থার তরফে করা বুথফেরত জরিপ সামনে আসতে থাকে। সেখানে দেখা গেছে ক্ষমতাসীন এনডিএ ফের ক্ষমতায় আসতে চলেছে। নিউজ-১৮ মেগা এক্সিট পোলের জরিপে ২৪৩ আসনের মধ্যে এনডিএ ১৪০ থেকে ১৫০ আসনে জয় পেতে পারে। কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী দলের জোট ‘মহাগাটবন্ধন’ ৮৫ থেকে ৯৫ আসনে জয় পেতে পারে।
অন্যদিকে প্রশান্ত কিশোরের ‘জন সুরজ পার্টি’ ৫ আসনে জয় পেতে পারে। ম্যাট্রিজের জরিপ অনুযায়ী এনডিএ ১৪৭ থেকে ১৬৭ আসনে জয় পেতে পারে, মহাগাটবন্ধন ৭০ থেকে ৯০ আসনে জয় পেতে পারে। অন্যরা ২ থেকে ৮ আসনে জয় পেতে পারে। প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি ২ আসনে জয় পেতে পারে।