ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাশিবুগ্গা এলাকার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৭ জন। জানা গেছে, কার্তিক একাদশী উপলক্ষে গতকাল প্রচুর সংখ্যক ভক্ত জমায়েত হয়েছিল ওই মন্দির চত্বরে। সকাল সাড়ে ১১টা নাগাদ ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়, আর তাতেই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই স্থানীয় মানুষজনের সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়। পরে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু ২ লাখ রুপি এবং আহতদের পরিবার পিছু ৫০ হাজার রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।
এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি লেখেন- ‘যারা তাদের নিকট পরিজনদের হারিয়েছেন আমার সমবেদনা তাদের সঙ্গে রয়েছে। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি।’
ইতোমধ্যেই এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধার এবং ত্রাণ সহায়তা কার্যে সহায়তার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। তার অভিযোগ, ওই মন্দিরটি একটি ব্যক্তিগত মালিকাধীন এবং অনুষ্ঠান সম্পর্কে স্থানীয় কর্তৃপক্ষকে আগাম কোনো কিছু জানানো হয়নি। এদিন দুপুরে রাজ্যটির শ্রী সত্য সাই জেলায় একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, ‘এটা অত্যন্ত বেদনাদায়ক যে পদদলিত হয়ে নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। আমি নিহতদের প্রতি শ্রদ্ধা জানাই।’