ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রায় প্রতিটি অঞ্চলে ‘ব্যাপক’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।
শুক্রবার সকালে রুশ ওই হামলায় ১১ জন আহত হয়েছে বলে জানা গেছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো এ হামলার সত্যতা নিশ্চিত করেছেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের অবকাঠামোর ওপর আক্রমণ জোরদার করছে এবং এর ফলে শহরের কেন্দ্রস্থলে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে।
২০২২ সালে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর রাশিয়া সাম্প্রতিক মাসগুলোতে বিশেষ করে ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামোর ও রেল ব্যবস্থার পাশাপাশি আবাসিক এলাকাগুলোকে লক্ষ্য করেও হামলা চালয়ে আসছে।
কিয়েভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মাইকোলা কালাশনিক বলেছেন, শুক্রবার রাজধানীর গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো এটিকে ‘রাশিয়ার ব্যাপক হামলা’ বলে অভিহিত করে বলেছেন, বিমান প্রতিরক্ষা বাহিনী তৎপর রয়েছে।
ক্লিটসকো সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে লিখেছেন, রাশিয়ার হামলায় কমপক্ষে ১১ জন আহত হয়েছে। এই ঘটনায় পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজন গর্ভবতী নারী ও একজন পুরুষের অবস্থা অত্যন্ত গুরুতর।
তিনি আরও বলেন, রাশিয়ার হামলার ফলে বিদ্যুৎ ও পানি সরবরাহও ব্যাহত হতে পারে।
শহরের সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কো সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ইউক্রেনের আবাসিক ভবনগুলোকে লক্ষ্য করে রাশিয়া হামলা চালিয়েছে।
তিনি আরও বলেন, কিয়েভজুড়ে প্রায় প্রতিটি অঞ্চলে প্রচুর ক্ষতিগ্রস্ত উঁচু ভবন রয়েছে।
ক্লিটসকো বলেন, কিয়েভের ১০টি অঞ্চলের মধ্যে আটটিতে আগুন ধরে যাওয়ার এবং বিভিন্ন ভবনের ক্ষতির খবর পাওয়া গেছে। সবগুলোতেই জরুরি চিকিৎসক দলকে মোতায়েন করা হয়েছে।
সূত্র : রয়টার্স ও এএফপি।
বিডি-প্রতিদিন/বাজিত