তাইওয়ান নিয়ে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানে তাকাইচির মন্তব্যকে কেন্দ্র করে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে চীন। শুক্রবার বেইজিং থেকে এ তথ্য জানানো হয়।
গত সপ্তাহে জাপান সংসদে বক্তব্য দিতে গিয়ে তাকাইচি ইঙ্গিত দেন—তাইওয়ানে সশস্ত্র হামলার পরিস্থিতি তৈরি হলে, সমষ্টিগত আত্মরক্ষার নীতির আওতায় জাপান সেখানে সেনা মোতায়েন করতে পারে।
তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে আসা চীন সবসময় বলছে— প্রয়োজনে শক্তি ব্যবহার করেই দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়া যেতে পারে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, বৃহস্পতিবার উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং বেইজিংয়ে জাপানের রাষ্ট্রদূত কেনজি কানাসুগিকে তলব করে তাকাইচির বক্তব্যের বিরুদ্ধে কড়া আপত্তি জানান।
মন্ত্রণালয়ের বিবৃতিতে সতর্ক করে বলা হয়, চীনের ঐক্য প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা হলে কঠোর জবাব দেওয়া হবে।
আগেও চীন তাকাইচির মন্তব্য “সহ্য করবে না” বলে কড়া প্রতিক্রিয়া জানিয়ে টোকিওকে তা প্রত্যাহারের আহ্বান জানায়। তবে জাপানি প্রধানমন্ত্রী সোমবার সংসদে স্পষ্ট করে বলেন, তিনি বক্তব্য প্রত্যাহার করবেন না।
উল্লেখ্য, জাপানের ২০১৫ সালের নিরাপত্তা আইন বিশেষ পরিস্থিতিতে সমষ্টিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগের সুযোগ দেয়—যখন দেশের অস্তিত্ব ঝুঁকিতে পড়তে পারে।
সূত্র : এএফপি।
বিডি-প্রতিদিন/শআ