গ্রিসের ক্রিট দ্বীপে গুলিবর্ষণের ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ ধারণা করছে, এটি পারিবারিক প্রতিহিংসার জের ধরে সংঘটিত হয়েছে।
শনিবার সকালে দ্বীপটির ভোরিজিয়া গ্রামে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। গ্রিক বার্তা সংস্থা এথেন্স নিউজ এজেন্সি জানায়, আহতদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজন হামলার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে পুলিশ সন্দেহ করছে।
পুলিশের তথ্যমতে, নিহতদের একজন ৩৯ বছর বয়সী পুরুষ এবং অপরজন ৫৬ বছর বয়সী নারী।
এক কর্মকর্তা জানান, শুক্রবার রাতে একটি নির্মাণস্থলে বোমা বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারই প্রতিশোধ নিতে শনিবার সকালে এ হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।
ক্রিটে পারিবারিক দ্বন্দ্ব, প্রতিশোধমূলক সহিংসতা ও সম্মানহানিকে কেন্দ্র করে সংঘাত নতুন নয়। অতীতেও এসব কারণে বহু হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর গ্রিসের পুলিশ প্রধান ও সংগঠিত অপরাধ দমন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্রিটে যাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানী এথেন্স থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আশফাক