যুক্তরাজ্যে একটি ট্রেনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সন্ধ্যায় কেমব্রিজশায়ার শহরে হান্টিংডন স্টেশনের কাছে লন্ডনগামী একটি ট্রেনে এ ঘটনা ঘটে।
রবিবার এক বিবৃতিতে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এটিকে একটি ভয়াবহ ঘটনা হিসেবে ঘোষণা করা হয়েছে। আহতরা সবাই চিকিৎসা নিচ্ছেন। কাউন্টার টেরোরিজম পুলিশ তদন্তে সহায়তা করছে। ঘটনার সম্পূর্ণ পরিস্থিতি ও উদ্দেশ্য জানতে চেষ্টা করছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ ঘটনাকে গভীর উদ্বেগজনক বলে অভিহিত করে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সূত্র: এপি, রয়টার্স
বিডি-প্রতিদিন/এমই