ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আগামী সপ্তাহে আরেক দফা শান্তি আলোচনার জন্য মস্কোর কাছে প্রস্তাব পাঠিয়েছি।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন জেলেনস্কি।
দেশটিতে রুশ বাহিনীর একাধিক হামলায় প্রাণহানির কয়েক ঘণ্টার মধ্যেই এ প্রস্তাব দেন জেলেনস্কি।
ইস্তাম্বুলে মস্কো ও কিয়েভের মধ্যে অনুষ্ঠিত আগের দু’দফা আলোচনায় যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। তবে বড় পরিসরে বন্দিবিনিময় এবং সৈনিকদের মরদেহ ফিরিয়ে নেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে।
জেলেনস্কি তার ভাষণে বলেন, ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান উমেরভ রাশিয়ার কাছে পরবর্তী বৈঠকের প্রস্তাব পাঠিয়েছেন। তবে বিস্তারিত কিছু জানাননি।
তিনি আরো বলেন, ‘আলোচনার গতি বাড়াতে হবে।’
এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের আগ্রহ পুনর্ব্যক্ত করেন জেলেনস্কি। তিনি বলেন, ‘স্থায়ী শান্তি নিশ্চিত করতে নেতৃত্ব পর্যায়ে বৈঠক জরুরি।’
গত মাসের আলোচনায় রাশিয়া কঠোর কিছু শর্ত দিয়েছিল। ইউক্রেনের আরো ভূখণ্ড ছাড় দেওয়া এবং সকল প্রকার পশ্চিমা সামরিক সহায়তা প্রত্যাখ্যানের কথা বলা হয়েছিল। এসব প্রস্তাব অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করে কিয়েভ।
চলতি মাসের শুরুতে ক্রেমলিন জানায়, তারা শান্তি আলোচনায় অংশ নিতে প্রস্তুত। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে ৫০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তার মধ্যে শান্তি চুক্তি না হলে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।
ট্রাম্প কিয়েভকে ন্যাটো মিত্রদের মাধ্যমে নতুন সামরিক সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন। কারণ ক্রমবর্ধমান রুশ বিমান হামলায় ইউক্রেনের শহরগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সূত্র : গার্ডিয়ান
বিডি-প্রতিদিন/বাজিত