বাংলাদেশের ৩০ শতাংশ তরুণ এখনো সিদ্ধান্ত নিতে পারেননি, আসন্ন জাতীয় নির্বাচনে তারা কোন রাজনৈতিক দলকে ভোট দেবেন। তবে ৯৭.২ শতাংশ তরুণই এবার ভোট দিতে চান। এরমধ্যে ১৭.৭ শতাংশ তরুণ জানিয়েছেন, তারা পছন্দের দলের নাম প্রকাশে অনিচ্ছুক।
বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) পরিচালিত ‘ইয়ুথ ম্যাটারস সার্ভে ২০২৫’-এর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সার্ভের ফলাফল প্রকাশ করা হয় গতকাল ঢাকার বিওয়াইএলসি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে। সংগঠনটি জানিয়েছে, বাংলাদেশের তরুণ প্রজšে§র ভাবনা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও আকাক্সক্ষা বোঝার লক্ষ্যে এই জরিপটি পরিচালিত হয়, যা সম্পূর্ণ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সম্পন্ন হয়। জরিপটি ২০২৫ সালের ১০ থেকে ২১ অক্টোবরের মধ্যে দেশের আটটি বিভাগ, ২৭টি জেলা ও ১৭৫টি প্রাথমিক নমুনা ইউনিটে পরিচালিত হয়। এতে ১৮ থেকে ৩৫ বছর বয়সি মোট ২ হাজার ৫৪৫ জন তরুণ-তরুণী অংশ নেন। এর মধ্যে গ্রামাঞ্চল থেকে ৫৬.৭%, শহরাঞ্চল থেকে ২৬.১% এবং উপশহর থেকে ১৭.২% অংশ নেন। লিঙ্গভিত্তিক হিসাবে পুরুষ ৫০.৪% এবং নারী ৪৯.৬%।
ভোটে আগ্রহ ও রাজনৈতিক পছন্দ : জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৮৯% নিবন্ধিত ভোটার। যাদের ৯৭.২% আগামী নির্বাচনে ভোট দিতে ইচ্ছুক। যারা ভোট দেবেন, তাদের রাজনৈতিক পছন্দের দিক থেকে এগিয়ে আছে বিএনপি। দলটিকে ভোট দিতে চান ১৯.৬% তরুণ। এর পরই বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ১৬.৯% তরুণ ভোট দিতে চান। জরিপে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ৯.৫%, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ৩.৬%, জাতীয় পার্টিকে (জাপা) ০.৪%, অন্যান্য ইসলামী দলকে ১.৫%, অন্যান্য দলকে ০.৭%, তরুণ ভোট দিতে চান। তবে বাম দলকে ভোট দেওয়ার আগ্রহ করেনি কেউ। এ ছাড়া কোন দলকে ভোট দেবেন এ বিষয়ে এখনো সিদ্ধান্তহীন ৩০% তরুণ। পছন্দের দলের নাম প্রকাশে অনিচ্ছুক ১৭.৭%।
নির্বাচনি প্রক্রিয়ায় আস্থা : অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনি প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে ৪৯.৮% তরুণ আস্থাশীল, ১৮.৫% আস্থাশীল নন এবং ৩১.৬% নিশ্চিত নন। এ ছাড়া ৬৩.১% তরুণ মনে করেন, তারা জনসমক্ষে বা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশে এখন বেশি নিরাপদ। তবে ৩৬. ৯% তা মনে করেন না।
ছাত্ররাজনীতি ও শিক্ষার পরিবেশ : ন্যায্যতাভিত্তিক ও বাধাহীন শিক্ষা কার্যক্রম পরিচালনায় ছাত্ররাজনীতির প্রভাবকে ইতিবাচকভাবে দেখেন ৩৮.৯%, নেতিবাচকভাবে দেখেন ৫২.৬%, নিশ্চিত নন ৮.৫%।
অগ্রাধিকারে দুর্নীতি দমন ও সামাজিক সম্প্রীতি : জরিপে অংশগ্রহণকারীরা দেশের সর্বোচ্চ অগ্রাধিকার বিষয়ে ৬৭.১% উত্তরদাতা দুর্নীতি নির্মূলকেই প্রধান লক্ষ্য হিসেবে দেখেছেন।
নারী নিরাপত্তা ও সামাজিক চিত্র : ৭৬% তরুণ মনে করেন বর্তমান বাংলাদেশে নারীরা নিরাপদ নন আর ২৪% মনে করেন নিরাপদ আছেন।
তরুণদের কর্মজীবনের আকাক্সক্ষা : জীবিকা হিসেবে ৪১.৯% তরুণ বেতনভুক চাকরি করতে চান, ৩৯.১% উদ্যোক্তা হতে চান, আর ১৮.৯% এখনো নিশ্চিত নন।
অংশগ্রহণকারীদের মধ্যে ৭৫.৯% দেশে চাকরি করতে চান, আর ২৪.১% বিদেশে কর্মসংস্থান খুঁজতে আগ্রহী।