দেশের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। অনেকদিন পর তিনি নিয়ে ফিরছেন নতুন সুরের চমক নিয়ে। বর্তমানে জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা একসঙ্গে ভিন্ন ধাঁচের গান তৈরি করেছেন তিনি।
আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) কনার কণ্ঠে প্রকাশ হবে ফুয়াদ ফিচারিং ‘ভিতরও বাহিরে’ শিরোনামের একটি গান। শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল কনাতে প্রকাশ হচ্ছে ফুয়াদ ফিচারিংয়ের এ গান।
বর্তমান সময়ে অন্যতম আলোচিত শিল্পী কনা। বিশেষ করে ‘দুষ্টু কোকিল’ গানটি সুপার হিট হওয়ার পর তার স্টেজ শোও বেড়ে গেছে অনেক। তবে নিজের মৌলিক গানের প্রতি যত্নবান এই শিল্পী।
নতুন গান নিয়ে ভীষণ প্রত্যাশা রয়েছেন এই শিল্পীর। তিনি বলেন, গানের কথা ও সুর সংগীত এক কথায় সবার মন ছুঁয়ে যাবে। এই গানকে ঘিরেও আমার প্রত্যাশা অনেক। সবাইকে গানটি শোনার আহ্বান জানাই। ভিতরও বাহিরে’ গানটি লিখেছেন আবদার রহমান।
এর আগে ফুয়াদের ফিচারিংয়ে কণার দ্বিতীয় অ্যালবাম প্রকাশ পায়। ফুয়াদের ফিচারিংয়ে কনা বেশকিছু সিনেমাতেও গান গেয়েছেন, জিঙ্গেলেও (বিজ্ঞাপনে ব্যবহৃত গান) ভয়েজ দিয়েছেন।
আগামীকাল ঘাটাইল ক্যান্টনমেন্টে এবং পরবর্তীতে আগামী ১৪, ২৩ ও ২৬ নভেম্বর ঢাকাতে স্টেজ শোতে সংগীত পরিবেশন করার কথা রয়েছে কনার।
বিডি প্রতিদিন/কামাল