বর্তমানে ঢাকায় অবস্থান করছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর। একটি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে তার এই ঢাকা সফর। অভিনেতার আগমনে বাংলাদেশি ভক্ত-অনুরাগীরা বেশ উচ্ছ্বসিত।
পাকিস্তানি টিভি নাটকের সুবাদে বাংলাদেশের দর্শকদের কাছে আহাদ রাজা বেশ পরিচিত। বিশেষ করে তার অভিনীত ধারাবাহিক ‘এহদ-এ-ওয়াফা’-এর জন্য তিনি এ দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।
২০১৭ সালে রোমান্টিক ড্রামা ‘ইয়াকীন কা সফর’-এ অভিনয় করে তিনি বিপুল পরিচিতি পান আহাদ। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে লাক্স স্টাইল অ্যাওয়ার্ডও জিতেছিলেন।
তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘আঙ্গান’, ‘ইয়ে দিল মেরা’, এবং সাম্প্রতিক হিট ড্রামা ‘মিম সে মোহাব্বত’। এ ছাড়া ‘ধূপ কি দীওয়ার’ নামের একটি ওয়েব সিরিজেও তিনি কাজ করেছেন।
দক্ষিণ এশিয়ার সীমা ছাড়িয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য পেয়েছেন। বিশেষ করে নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘রেসিডেন্ট ইভিল’-এ অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পান এই তরুণ অভিনেতা।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বাংলাদেশে এসেছিলেন। এবার সেই তালিকায় নাম লেখালেন আহাদ রাজা মীর।
বিডি প্রতিদিন/কেএইচটি