জনপ্রিয় জাপানি অভিনেত্রী নাগিকো তোনোর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) অভিনেত্রীর পরিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
জাপান নিউজ জানিয়েছে, চলতি মাসের ৩ জুলাই টোকিওর তোশিমা ওয়ার্ডে নিজের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় ৪৫ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ।
ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, উদ্ধারকৃত মরদেহটি তোনোর। পুলিশ জানিয়েছে, তার শরীরে কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন ছিল না, অ্যাপার্টমেন্টেও কোনও ভাঙচুর বা জবরদস্তির আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তার মৃত্যুতে কোনো অপরাধ সংশ্লিষ্টতা নেই। তবে এখনও মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি, তদন্ত চলমান রয়েছে।
নাগিকো তোনো অভিনয়জীবন শুরু করেন শিশু অভিনেত্রী হিসেবে। ১৯৯৯ সালে এনএইচকে-র জনপ্রিয় নাটক 'সুজুরান'-এ প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। এরপর নিয়মিতভাবে তিনি দুই ঘণ্টার বিশেষ নাটক, টিভি অনুষ্ঠান, চলচ্চিত্র ও মঞ্চনাটকে অভিনয় করে গেছেন।
তোনোর আকস্মিক মৃত্যুতে জাপানের বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও ভক্তরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন।
প্রসঙ্গত, তোনো ছিলেন মেধাবী ও বহুমাত্রিক অভিনয়শিল্পী, যিনি নাটক থেকে শুরু করে বড় পর্দা পর্যন্ত দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন নিজের প্রতিভা দিয়ে।
বিডি প্রতিদিন/মুসা