নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বিশাল র্যালি ও সমাবেশ করেছেন মাসুদুজ্জামান মাসুদ।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে খানপুর হাসপাতাল রোড থেকে শুরু হওয়া র্যালিটি চাষাড়া হয়ে মন্ডলপাড়ায় গিয়ে শেষ হয়। উৎসবমুখর এ কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নিয়ে পুরো শহর প্রাণবন্ত করে তোলে। মাসুদুজ্জামান মাসুদের নেতৃত্বে অনুষ্ঠিত এ র্যালি নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও গণতান্ত্রিক পরিবর্তনের প্রত্যাশাকে আরও জোরদার করে।
সমাবেশে মাসুদুজ্জামান মাসুদ বলেন, এই মনোনয়ন কোনো ব্যক্তিগত অর্জন নয়; নারায়ণগঞ্জ-৫ আসনের মানুষের ভালোবাসা, আস্থা এবং গণতন্ত্রকামী জনগণের প্রত্যাশার প্রতিফলন। দল আমার প্রতি যে বিশ্বাস রেখেছে, সেই বিশ্বাসের মর্যাদা রাখতেই জীবন বাজি রেখে কাজ করব।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু ও আনোয়ার হোসেন আনু, মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী ফারুক হোসেন, মাহবুব উল্লাহ তপন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন শোখনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/হিমেল